গত ০৭ সেপ্টেম্বর ২০২০ইং তারিখে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যাযে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতাভূক্ত কৃষক গ্রুপের মাঝে বিভিন্ন ধরনের কৃষি উপকরন বিতরন করা হয়েছে। প্রকল্পের নীতিমালার আলোকে গঠিত চারটি এস.এম.ই গ্রুপের ৬০ জন কৃষকের মধ্যে এদিন ময়েশ্চার মিটার, ওয়েট মেশিন, বস্তা সেলাই মেশিন, বীজ সংরক্ষণ এর জন্য পলিব্যাগ এবং ইরি কোকুন বিতরণ করা হয়েছে। মূলত আধুনিক প্রযুক্তিতে শস্যের আর্দ্রতা পরিমাপ করা, ওজন করে ব্যাগিং করা এবং বীজ সংরক্ষণের কাজে ব্যবহার করার উদ্দেশ্যে এ উপকরন সমূহ বিতরন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে উপস্থিত হয়ে এদিন কৃষি উপকরন বিতরন করেন হাটহাজারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মাদ রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী জনাব চৌধুরী মোঃ আসিফ রেজা এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ আব্দুলাহ ওয়াহেদ। চারটি এসএমই গ্রুপের মাঝে কৃষি উপকরন বিতরনের পাশপাশি একই সময়ে হাটহাজারী উপজেলার রাজস্ব প্রকল্পের আওতাধীন কৃষক গ্রুপের মধ্যে ০৫টি সোলার লাইট ট্র্যাপও বিতরণ করা হয়। কৃষি উপকরন বিতরনের সময় প্রকল্পের আওতাভূক্ত কৃষক-কৃষাণী ছাড়াও সংশ্লিষ্ট কৃষি বøকের উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিসের প্রতিনিধিসহ বেশ কয়েকজন স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।